নীলফামারী র‌্যাব-১৩ হাতে ভুয়া মেজর আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ জুলাই॥
হাছান আলী (২৪) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩। আজ বৃহ¯পতিবার ভোর রাতে সিপিসি-২’র কো¤পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) শাহিনুর কবির ও মেজর মইনুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক হাছান পঞ্চগড় জেলার বকশীগঞ্জ ইউনিয়নের সাতমাথা মোড় গ্রামের তমিদুল হকের ছেলে।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যা¤প সূত্র জানায়, হাছান আলী নিজেকে মেজর পরিচয় দিয়ে বিভিন্ন জনের সাথে প্রতারণা করে আসছিলো। চাকুরী দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটকের সময় তার কাছে ৪টি ভুয়া নিয়োগপত্র, ২টি আইডি কার্ড এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যা¤েপর কমান্ডার (ভারপ্রাপ্ত) শাহিনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4800266268862901102

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item