পঞ্চগড়ে শালডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতির হামলায় পঙ্গু হল অসহায় আবুল কাসেম

মো: সাইদুজ্জামান রেজা পঞ্চগড়:
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে মারপিটের ঘটনা ঘটেছে। পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামালীগের সভাপতির হামলায় অবেশেষে পঙ্গুত্ব বরণ করলো অসহায় কাসেম। স্থানীয় ভাবে জানা যায় শালডাঙ্গা ইউনিয়নের  অমরখানা গ্রামের মৃত আসাদুল্লাহ ফকিরের পুত্র আবুল কাসেম (৬০) এর সাথে একই এলাকার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইয়াছিন গাজীর সাথে বিরোধ ছিল। এরই জের ধরে ইয়াছিন গাজীর নেতৃত্বে নুর ইসলাম (৩১), বারেক (৫৫), মন্তা (৩৫), কামাল (৩০), মক্কা (২৯), জহিরুল (৩২), গত ০৩/০৬/২০১৭ইং তারিখ সন্ধায় টেপ্রীগঞ্জ বাজার থেকে আবুল কাসেম কে ডেকে পাশর্^বর্তী উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে মুখ, হাত, পা বেঁধে বেদম মারপিট করে। আশে পাশের লোকজন চিৎকার শুনে ঘটনা স্থল গিয়ে ইয়াছিন গাজী সহ সকল কে দেখতে পায় এবং তাদের পাশে অচেতন অবস্থায় হাত পা বাঁধা আবুল কাসেম কে উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় নুর ইসলামকে জনতা হাতে নাতে ধরে গনধোলাই দেয়। চিকিৎসক আবুল কাসেমকে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং সেখানেও চিকিৎসা দিতে সম্ভব না হলে অবশেষে ঢাকা পঙ্গু হাসপাতালে অসহায় আবুল কাসেমের ডান পা কেটে ফেলে। এ বিষয় নিয়ে আবুল কাসেমের পুত্র আলমগীর হোসেনের সাথে কথা বললে তিনি জানান আমার বাবাকে মারপিটের পরে ইয়াছিন গাজীর লোকজন  আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়, তাদের ভয়ে আমাদের পরিবারের কেউ বাড়ী থেকে বের হতে পারে নাই, আমি ন্যায় বিচার চাই। পরে অনেক কষ্টে লুকিয়ে আমি কোর্টে মামলা করলে দেবীগঞ্জ থানায় তদন্তের জন্য প্রেরণ করে। ৭নং ওয়ার্ড ইউপি. সদস্য শ্রী মহেশ জানান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন গাজী অসহায় আবুল কাসেম কে মারপিট করে পঙ্গু করে দিল, ঘটনাটি সম্পূর্ণ সত্য আমি এর বিচার দাবী করি। স্থানীয় মজিবর রহমান জানান ইয়াছিন গাজী দল বল নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জমা জমি দখল করে আসছিল। ইয়াছিন গাজীর লোকজন আমারও জমি দখল করেছিল। উচ্চ বিদ্যালয় মাঠের পার্শে পান দোকানদার  জুলহাস জানান সেদিন যদি আমরা সময় মত ঘটনা স্থলে না যেতাম তাহলে ইয়াছিন গাজীর লোকজন আবুল কাসেমকে মেরে ফেলত এ বিষয়ে ইয়াছিন গাজীর সাথে যোগাযোগ চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি কিন্তু অভিযুক্ত মোশারফের সাথে কথা বললে তিনি জানান, এমন একটা ঘটনা ঘটেছে কিন্তু আমি এর সাথে জড়িত নই। বিষয়টি নিয়ে দেবীগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান ঘটনা আমি বিস্তারিত শুনেছি মারপিটের ফলে ভিকটিমের ডান পা কেটে ফেলতে হয়েছে। আমি দ্রুত তদন্ত রির্পোট দেওয়ার ব্যবস্থা করছি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6518936885424963076

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item