বিলুপ্ত ছিটমহলে গড়ে উঠেছে নিত্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান।ছিটমহলের শিক্ষিত বেকাররা চাকুরি না পেয়ে হতাশা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সাবেক ১১টি ছিটমহলে গড়ে উঠেছে নিত্য নতুন স্কুল, কলেজ। সাবেক ছিটমহল বদেশ্বরী শালবাড়ি, কাজলদীঘি বেহুলা ডাঙ্গা, নাটক টোকায় গড়ে উঠা স্কুল কলেজগুলোর শিক্ষক শিক্ষিকা বিভিন্ন এলাকার বেকার শিক্ষিত চাকুরী সুযোগ পাওয়ার বিলুপ্ত ছিটমহল বেকার শিক্ষিতরা অর্থের উৎকোচ না দেওয়ার কারণে তাদের ভাগ্যে চাকুরী জুটেনি এমনটি অভিযোগ করেছেন সাবেক ছিটমহল দীর্ঘদিন হতে বসবাস করা শিক্ষিত বেকার যুবক যুবতীগণ। পঞ্চগড়ে বদেশ্বরী শালবাড়ী কাজলদিঘী সাবেক ছিটমহলের স্থায়ী বাসিন্দা মনজিরুল ইসলাম, চামেলী রাকিব, জান্নাতুন, আলিউর, রিপন, ইয়াসমিন আক্তার, শিরিন, তাসলিমা আক্তার, বৃষ্টি জানায় আমরা ম্যানেজিং কমিটির সভাপতিকে তার চাহিদামত ঘুষ না দিতে পারায় আমাদের স্কুল কলেজ নব প্রতিষ্ঠিত গুলোতে চাকুরী সুযোগ হয়নি। বিভিন্ন দুর দুরান্তে এলাকার উচ্চ ঘুষের বিনিময় নিয়োগ পায়। সাবেক ছিটমহল মরহুম আমিনুর রহমান সুলতান প্রধান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম সাথে কথা বললে তিনি জানায়, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত সামান্যতম প্রতিষ্ঠান তৈরী করতে প্রয়োজন হয় টাকা, তাই চাকুরীরত শিক্ষক শিক্ষিকাদের নিকট থেকে আমরা টাকা উত্তোলন করে বিদ্যালয়ে তৈরী করেছি। ম্যানেজিং কমিটি সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হওয়ায় আমরা সরকার পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছি। সাবেক ছিটমহলবাসী জেলা প্রশাসক, পঞ্চগড় ও উপজেলা নির্বাহী অফিসারসহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাদের সন্তান শিক্ষিত বেকারদের ছিটমহলে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োগের জন্য প্রাণের দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 424017590010287731

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item