পঞ্চগড় বোদা উপজেলার করতোয়া নদীতে ড্রীল ড্রেজার মেশিনের হিড়িক

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

এখন আর তেঁতুলিয়া ভজনপুর নয়, পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা সালশিড়ির করতোয়া নদীতে দিনরাত ভর বোমা মেশিন দিয়ে চলছে অবৈধ পাথর উত্তোলন। সরেজমিনে গিয়ে দেখা গেছে এই ড্রিল ড্রেজার মেশিনের কার্যক্রম। এক একটি ড্রেজার মেশিন প্রতি রাত পাথর উত্তোলন করছে তিন থেকে চার ট্রলি। সুশাসন প্রতিষ্ঠা ও দূর্নিতী দমনে সরকার যখন এক ধাপ এগিয়ে যাচ্ছে ঠিক তখন কিছু অসাধু লোভী মানুষ শেখ হাসিনার সরকারের নিরলস চেষ্টাকে বেঘাত ঘটিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার যখন কোটি কোটি টাকা ব্যায় করে বিভিন্ন এলাকার নদীর দু’কুল বাঁধার কাজ করে যাচ্ছে ঠিক তখনি কিছু অসাধু প্রভাবশালী মানুষ ও সরকারি কর্মকর্তা এ সব ড্রিল ড্রেজার মেশিন চালকদের কাছে বিক্রি হয়ে দেশের ক্ষতি করে যাচ্ছে। এই সব ড্রেজার মেশিন চালানোর কারণে নদী যেমন মরে যাচ্ছে তেমনি ভেঙ্গে পড়ছে নদীর দু’কুল। আর প্রতি বছর নদী ভেঙ্গে বিলিন হচ্ছে কৃষকের একরের পর একর জমি। এসব ড্রিল ড্রেজার মালিকদের এখনই প্রতিহত করতে না পারলে হয়তো তেঁতুলিয়ার মত ধংশের পথে চলে যাবে। ড্রেজার মেশিন মালিক মোঃ সিদ্দীকের সাথে কথা বললে তিনি বলেন, আমি কর্তৃপক্ষকে ম্যানেজ করেই ড্রেজার মেশিন চালাচ্ছি। ফুলতলা শালসিড়ির কিছু সচেতন মানুষ জানান আমরা এক সময় এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম না। প্রতি বছর নদী ভেঙ্গে রাস্তা বিলীন হয়ে যেতো। বিলীন হয়ে যেতো অনেক বাড়ি ঘর। সরকার এই ব্লক দিয়ে নাদীর বাঁধ বাঁধার পর এখন আমরা ভালোভাবে রাস্তা দিয়ে হাট বাজারে যেতে আগের মতন তেমন আর অসুবিধা হয় না। এখন যে হারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে দেখা যায় এতে করে অদূর ভবিষ্যতে হয়তো এই ব্লক দিয়ে পাড় বেঁধেও কোন লাভ হবে না বলে এলাকার সুশিল সমাজের মানুষদের ধারণা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5039310534590577915

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item