পঞ্চগড়ে সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগ

মোঃ সাইদুজ্জামান রেজা/তোতা মিয়া-

পঞ্চগড়ে সরকারী গাছ কেটে হরিলুট করার অভিযোগ। পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া/হটরাপাড়া এলাকায় গাছ কাটার ঘটনাটি ঘটে। অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষরিত ২০০টি গাছ কাটার একটি প্রতিবেদন জমা দেওয়া হয় পঞ্চগড় সদর উপজেলা কর্মকর্তার কার্যালয়ে। তার প্রেক্ষিতে উপজেলা অফিস থেকে ২০০টি গাছ কাটার অনুমতি দেয়। সূত্র মতে জানা যায় ২০০টি গাছ কাটার অনুমতি দেওয়া হলেও বন বিভাগের দায়িত্ব ছিল গাছে নম্বর দিয়ে গাছের মূল্য নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়া। তার কোনটাই করেনি বন বিভাগ। এতে সুবিধা গ্রহণ করে ঠিকাদার মনসুর। সরেজমিনে গিয়ে দেখা যায় ২০০টি গাছ কাটার অনুমতি থাকলেও গাছ কেটেছে ২৭০টি। ঠিকাদার মনছুর এর কাছ থেকে সিডিউল/অনুমতি পত্র দেখতে চাইলে মনছুর বলেন ২০০টি গাছ কাটার অনুমতি পত্র আছে তবে দেখাবো না। গাছ বেশি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২/১টি গাছ ভেঙ্গে গেছে আমরা সেটি কেটে নিয়েছি। এ বিষয়ে অমর খানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরু এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, দুই থেকে আড়াই বছর হয়ে গেল অনুমতি নেওয়ার আগে দেখনি? এখন কি এই গুলো দেখে বেড়াচ্ছ। এগুলো করলে তোমাদের ইজ্জত থাকবে না। এই নাটকগুলো যদি তোমরা কর সাংবাদিকের নাম খাতা থেকে উঠে যাবে। এগুলো বাদ দিয়ে যে, গাছ কাটতেছে তার কাছ থেকে ৫০০/১,০০০ টাকা নিয়ে যেতে পার। গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ এর সাথে সরাসরি কথা হলে তিনি বলেন, ২০০টি গাছ কাটার অনুমতি দেওয়া আছে। এর বেশি কাটলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3657740057145311313

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item