প্রধানমন্ত্রী পদে নওয়াজকে অযোগ্য ঘোষণা,পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ



ডেস্ক:
পানামা পেপার কেলেঙ্কারির মামলায় নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।


সুপ্রিম কোর্ট বেঞ্চ সর্বসম্মতিক্রমে শুক্রবার এ রায় দিয়েছে। রায়ে বলা হয়, যৌথ তদন্ত দলের (জিআইটি) সংগৃহীত সব নথিপত্র একটি জবাবদিহি আদালতে ছয় সপ্তাহের মধ্যে পাঠানো হবে। নওয়াজ শরীফ, মারইয়াম ও হোসাইন নাওয়াজের বিরুদ্ধে মামলা করতে হবে এবং ৩০ দিনের মধ্যে রায় দিতে হবে।

এর বাইরে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কার্যালয় পরিচালনায় অযোগ্য হবেন। পার্লামেন্ট এবং আদালতের প্রতি অসৎ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের জন্য যোগ্য নন বলে আদেশে জানান বিচারকরা। সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ সরে দাঁড়ালেও তার দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সংসদে এখন সংখ্যাগরিষ্ঠ।
দেশটিতে ক্ষমতাসীন পিএমএল-এন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 7295236520138368465

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item