নীলফামারীতে এক ঘণ্টায় ৬ হাজার গাছের চারা রোপণ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৩ জুলাই॥
দেশ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচির অংশ হিসেরে নীলফামারী জেলায় এক ঘন্টায় ছয় হাজার গাছের চারা লাগিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
আজ রবিবার বেলা ১২টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্ত্বরে গাছের চারা লাগিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী মনিটরিং কর্মকর্তা হাসান তারিক প্রমুখ।
জেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক জানান, জেলার ছয় উপজেলায় এক হাজার ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষক কর্মচারী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪২ জন কর্মকর্তা ও ৭০ জন কর্মচারী মিলে বেলা ১২টা থেকে একটা পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠান চত্ত্বরে অন্তত একটি করে মোট ছয় হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছেন।
এদিকে দুপুর দেড়টায় প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটে (পি.টি.আই) সুপারিনটেনডেন্ট সাদিয়া আফরিন বিজলী ১০০ গাছের চারা লাগান।
অপনদিকে শহরের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক এবং শহরের নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করেন প্রধান শিক্ষক মানিক ভুষণ চক্রবর্তি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2661347613253502119

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item