নীলফামারীতে ৩ দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৪ জুলাই॥
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নীলফামারী পৌরসভার উপকারভোগীদের জন্য তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলথ ক্যা¤েপর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদীর সভাপতিত্বে উদ্ধোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামান মনি ও সম্মিলিত সংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিম। তিনদিনে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নীলফামারী পৌরসভা কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির ৭৫০ জন উপকারভোগীকে বিনামূল্যে তিন জন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন। এ সময় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ সময় তাদের একটি করে স্যাভলন ও লাইফবয় সাবান, এসএমসি ওরাল স্যালাইন চার প্যাকেট, বিস্কুট দুই প্যাকেট, একটি করে ফল, কেক ও ম্যাংগো জুস প্রদান করা হবে।



পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6012497769321465736

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item