জাতীয় পাবলিক সার্ভিস দিবসে নীলফামারীতে সেরাদের সম্মাননা প্রদান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৩ জুলাই॥
বিভিন্ন কর্মসুচির মাধ্যমে নীলফামারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
কর্মসুচির অংশ হিসেবে আজ রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আফরোজা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ সরকারী কর্মচারী ও শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে ১১জনকে পুরস্কৃত হয়।

শ্রেষ্ঠ সরকারি কর্মচারীর পুরস্কার পান ৫জন। এরা হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি খালেকুজ্জামান, আব্দুস সাদেক, জেলা প্রশাসন কার্যালয়ের স্টেনোগ্রাফার ইসলাম হোসেন, ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের সহকারি ভুমি কর্মকর্তা সেকেন্দারুল ইসলাম ও সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সহকারি ভুমি কর্মকর্তা নেছারুল ইসলাম।

অপর দিকে ছয়জন শ্রেষ্ঠ উদ্যোক্তা হলেন ডোমার উপজেলা গোমনাতী ইউনিয়নের ইউডিসি (ডিজিটাল সেন্টারের) আশরাফুল ইসলাম, কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ইউডিসি মোস্তাফিজার রহমান,ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের রঞ্জিত কুমার রায়, জলঢাকা উপজেলা খুটামারা ইউনিয়নের ইউডিসি ইলিয়াছ হোসেন,সদর উপজেলা পঞ্চপুকুর ইউনিয়ন ইউডিসির আজহারুল ইসলাম রাজা ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন ইউডিসির জিল্লুর রহমান।

এ ছাড়া সরকারী সকল ভালকাজে সহায়তা করার জন্য জেলার ছয় উপজেলার ছয়জন নির্বাহী কর্মকর্তা, চারজন সহকারি কমিশনার (ভুমি), ১ জন সার্ভেয়ার, ছয়জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও চারজন অফিস সহায়ক দ্বয়কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

ছয়জন নির্বাহী কর্মকর্তা হলেন, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মেহেদী হাসান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান ও সৈয়দপুর নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

চারজন সহকারি কমিশনার (ভূমি) হলেন, সদর সহকারি কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, ডোমার সহকারি কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন, কিশোরীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার রায় ও সৈয়দপুর সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মাহবুব-উল-আলম।

১জন সার্ভেয়ার হলেন, নীলফামারী কালেক্টরেট ভূমি হুকুম দখল শাখা সার্ভেয়ার শরীফ আহমেদ।

ছয়জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হলেন, নীলফামারী পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তর কুমার সিংহ, জলঢাকা পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিতাই চন্দ্র রায়, কিশোরীগঞ্জ বাহাগিলি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রশিদুল আলম, সৈয়দপুর কামারপুকুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আশিকুর রহমান, ডোমার গোমনাতী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শাহজাহান ও ডিমলা খালিশা চাপানী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম রব্বানী।

চারজন অফিস সহায়ক হলেন, নীলফামারী সদর পৌর ভূমি অফিস সহায়ক মো. ফরিদ, ডোমার উপজেলা ভূমি অফিস সহায়ক আমজাদ হোসেন, জলঢাকা উপজেলা ভূমি অফিস সহায়ক মাসুদার রহমান ও ডিমলা ইউনিয়ন ভূমি অফিস সহায়ক ফজলুল হক।

ক্রেষ্ট বিতরনী অনুষ্ঠান শেষে শিল্পকলা চত্বরে সরকারি ১২ স্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথি বৃন্দ।



পুরোনো সংবাদ

নীলফামারী 3458673974101556704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item