ডোমারে বাড়ী দখল ও দুই পরিবারকে অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় বাড়ী দখল ও দুই পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে ডোমার-নীলফামারী প্রধান সড়কের সোনারায় বাজার এলাকায় ওই মানবন্ধন করে ভুক্তভুগী পরিবারের সদস্য ও  এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভুগী আবুল কালাম, মজু ও সুলতান অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে আমাদের এলাকার প্রভাবশালী আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মাওলানা ও সোলেমান বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে পৈত্রিক সুত্রে প্রাপ্ত আবুল কালামের বাড়ী ভাংচুর, লুটপাট করে বসত ভিটা দখল করে নেয়। শনিবার মজু ও সুলতানের বাড়ি হতে চলাচলের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় তারা। এতে করে কেউ বাড়ি হতে বের হতে পাচ্ছে না বলে অভিযোগ করেন। তারা ওই প্রভাবশালী ও সন্ত্রাসীদের বিচারের দাবী জানান মানববন্ধনে। এসময় এলকাবাসী  আব্দুর রহমান, আবু বক্কর, রেজিনা বেগম ও  করিমা বেগম প্রমূখ সহ অনেকে বক্তব্য রাখেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 254143729915023239

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item