সুষ্ঠু ব্যবস্থাপনায় দিনাজপুর-পার্বতীপুর সড়কে পাকা রাস্তা নির্মান প্রকল্পের কাজ এগিয়ে চলেছে

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর শহরের মহারাজার মোড় থেকে পার্বতীপুর ওয়েল ডিপো পর্যন্ত ৪৫ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের পাকা রাস্তা নির্মান কাজ শুরু হয়ে এগিয়ে চলেছে। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম সারওয়ার জানান, দিনাজপুর মহারাজা মোড় থেকে চিরিরবন্দর হয়ে পার্বতীপুর ওয়েল ডিপো পর্যন্ত ২৬ কিলোমিটার পাকা রাস্তা নির্মানের জন্য ২টি প্যাকেজের আওতায় রাস্তা প্রশস্তকরণসহ কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে। মহারাজার মোড় থেকে চিরিরবন্দর উপজেলার হাজীর মোড় পর্যন্ত ২০ কোটি টাকা ব্যায়ে ১৩ কিলোমিটার রাস্তা নির্মান প্রকল্পের ১ম প্যাকেজের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মীর শরিফুল-হাবিবুর। হাজীর মোড় থেকে পার্বতীপুর ওয়েল ডিপো পর্যন্ত সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার পাকা নির্মান প্রকল্পের ২য় প্যাকেজের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্স। তিনি বলেন, ইতিপূর্বে মহারাজার মোড় থেকে চিরিরবন্দর হয়ে পার্বতীপুর পর্যন্ত রাস্তাটি ৩.৭ মিটার অর্থাৎ ১২ ফিট চওড়া ছিল। বর্তমানে ৫.৫ মিটার অর্থাৎ ১৮ ফিট প্রশস্থ হচ্ছে। মহারাজার মোড় থেকে চিরিরবন্দর হয়ে পার্বতীপুর পর্যন্ত পাকা রাস্তা প্রশস্থকরণ, কোথাও মজবুতকরণসহ সার্ফেসিং কাজ করা হচ্ছে। ২য় প্যাকেজে পার্বতীপুর সড়কে শ্মশান ঘাট, মেলার ডাঙ্গা ও তেলিপট্টি এলাকায় ৩টি কালভার্ট নির্মাণ হবে। এছাড়াও ২৬ কিলোমিটার সড়কে ৪টি বড় ব্রীজ জাইকা ফান্ড থেকে বাস্তবায়িত করা হবে। আগামী ডিসেম্বর মাসে এই ব্রীজগুলির নির্মান কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্প কাজের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, প্রকল্পের নির্মান কাজ সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় তদারকির করার কারনে প্যাকেজ ২টির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়। বর্তমানে ১ম প্যাকেজের অগ্রগতি ৪৫ ভাগ ও ২য় প্যাকেজের অগ্রগতি ৫৫ ভাগ সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী খ. ম. নকিবুল বারী আমাদের প্রতিনিধিকে বলেন, গত ২০১৬-১৭ অর্থবছরে প্যাকেজ ২টির কাজ শুরু হয়। ২ বছর মেয়াদী হিসেবে আগামী ২০১৮ সালের জুন মাসে ২টি প্যাকেজের কাজ সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ যাতে শেষ হয়, এজন্য সড়ক বিভাগ দিনাজপুর সচেষ্ট রয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4283072019643840646

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item