হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে প্ল্যান ইন্টারন্যাশনালের মতবিনিময় সভা

 মর্তুজা ইসলাম -সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অর্জন জানানোরলক্ষ্যে হাতীবান্ধায়  সাংবাদিকদের সাথে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতবিনিময় সভার আয়োজন করে। বুধবার সংস্থার হাতীবান্ধা ফিল্ড অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকপ্ল ব্যবস্থাপক এম এম সাকির হোসেন  বিগত চার বছর ধরে বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।তিনি জানান সমন্বিত সামাজিকউন্নয়ন প্রকল্প হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়নের  দুর্যোগপ্রবণ  ও সুবিধাবঞ্চিত চর এলাকার মেয়ে শিশুদের প্রাথমিক শিক্ষার অধিকার ও মাধ্যমিক শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে ২০১৩ সালেরএপ্রিল থেকে কাজ করে যাচ্ছে যা ২০১৮ সালেরমার্চপর্যন্ত অব্যাহত থাকবে। এই প্রকল্পের আওতায় ৩ টিপ্রাথমিক বিদ্যালয় ও১ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।এলাকার প্রায় ৮৯০০ জন মানুষ পরোক্ষ ভাবে উপকৃত হয়েছে। শিশু বিবাহ হ্রাস করার লক্ষ্যে সমাজের সকল শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি করা ,যুব নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ,সুবিধাবঞ্চিতদেরমাধ্যমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা,প্রাথমিক বিদ্যালয়গুলিতে আনন্দময় ও ভীতিহীন শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য । তিনি আরো জানান প্রকল্পের আওতায় পারুলিয়া হাই স্কুলে ৫২ আসনের ডরমিটরি স্থাপন ,মডেম সহ ১ টি ল্যাপটপওশিক্ষামুলক বই প্রদান  করা হয়েছে । শিক্ষার্থীদের জন্য ২ টি ইঞ্জিন  চালিত বড় নৌকা সহ ১৩ টি নৌকা প্রদান করা হয়েছে । পুর্ব হলদরবাড়ি ও উত্তর পারুলিয়ায়  ৪০০টি সোলার লাইট বিতরণ,১০ জন যুব নারীকে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষন প্রদান করা  হয়েছে ।এ ছাড়াও ১৯ টিবসত বাড়ির ভিটা উঁচু করে দেওয়া হয়েছে ।অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার  সৈয়দ এনামুল কবির  ও হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চূ ।সভায় বক্তব্যরাখেনপ্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর বিভাগীয় ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুস । তিনি প্রকল্পের সফলতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।মতবিনিময় সভায় সাংবাদিকদের  মধ্যে বক্তব্য দেন হাতীবান্ধা  প্রেসক্লাবের  সভাপতি ইলিয়াসবসুনিয়পবন। এতে  হাতীবান্ধায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী অংশ নেন।
ফটোক্যাপশন - হাতীবান্ধায়  সাংবাদিকদের সাথে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চূ ।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 3151055244981863975

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item