নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর গম বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেছে এলাকাবাসী।
চলতি ঈদ-উল ফিতরে ভিজিএফ এর গম বিতরনে ১৩ কেজি গম দেয়ার কথা থাকলেও ¯ি¬প প্রতি গম পেয়েছে ৬-৮ কেজি। এছাড়াও রাতের অন্ধকারে নামমাত্র গম বিতরণ করে অনেক গম আত্মসাৎ করেছে চেয়ারম্যান।এ বিষয়ে কুটির চর এলাকার হাসিনা বেগম বলেন আমরা গরিব মানুষ কিন্তুক কোনো কার্ড ¯ি¬প পাই না। যার আর্থিক অবস্থা ভাল আছে তাকে খালি ¯ি¬প দেয়। আমরা টাকা দিবার পাই না জন্যে আমাক দেয় না। এইবার ঈদের আগোত একটা গোমের ¯ি¬প পাছি তাও খালি ৬ কেজি গোম হইছে। মনছার আলী জানায় আমরা ভিজিএফ এর কার্ডের গম মাত্র সাড়ে ৬ কেজি করি গোম পাছি। এমনকী টাকার বিনিময়ে একই ব্যক্তির নামে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড ও ৪০ দিনের কর্মসূচিতে নাম অন্তভুক্ত করে। এ বিষয়ে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন সাক্ষাৎকার দিতে রাজি না হয়ে বলেন, আমার কাছে থেকে সাক্ষাৎকার নিয়ে কী করবেন, আপনারা ইউএনও স্যারের কাছ থেকে সাক্ষাৎকার নেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মো. রহমতুল¬াহ বলেন, আমার কাছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 3379018015551888848

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item