জলঢাকায় রস্ক প্রকল্পের প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ প্রোগ্রামের অবহিতকরন সভা অনুষ্ঠিত।


মর্তুজা ইসলাম ,জলঢাকা প্রতিনিধিঃ 

" প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্হান সৃষ্টি " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নীলফামারীর জলঢাকায় রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয় । বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধানের  সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) রস্ক ফেইজ ২ প্রকল্প   প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. এম, মিজানুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রস্ক ফেইজ ২ প্রকল্পের উপ পরিচালক নুরুজ্জামান মল্লিক, সেভ দ্যা চিলড্রেন এর ম্যানেজার আল মাহমুদ চৌধুরী, নারী মৈত্রীর পরিচালক তাবাসসুম খান রিনা, নারী মৈত্রীর তাসলিমা হুদা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ।  অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গনী ওসমানী। এছাড়াও অনু্ষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ জলঢাকা  পৌরসভার কাউন্সিলর,  ১১টি ইউনিয়নের চেয়ারম্যান , সচিব , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকগন উপস্হিত ছিলেন। অবহিতকরন সভায় প্রি-ভোগেশনাল স্কিলস্ ট্রেনিংয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও উম্মুক্ত প্রশ্নের জবাব দেন প্রকল্প পরিচালক ড. এম,মিজানুর রহমান। তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে উপজেলার বাছাই করা ৩০০ জনের বৃত্তিমুলক দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। তিনি আরো বলেন ১ম পর্যায়ে ৯০ টি উপজেলার ২৫ হাজার প্রশিক্ষনার্থীকে এ কর্মমুচীর আওতায় আনা হবে।  তিনি এই প্রকল্প বাস্তবায়নের জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7385927788581473599

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item