জলঢাকা ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন


মর্তুজা ইসলাম,জলঢাকা  প্রতিনিধি:
অর্থ পুষ্টি স্বাস্থ্য চান,দেশী ফল বেশী খান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নীলফামারীর জলঢাকায় ফলদ ও বৃক্ষ মেলা ২০১৭ উদ্বোধন করা হয়েছে। বিকালে উপজেলা পরিষদ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে নানান প্রজাতির ফল ও গাছ প্রদর্শন ও বিক্রির নিমিত্তে ৩০টি স্টল মেলাটিতে শোভা পেয়েছে। মেলা চলবে ২৪-২৬ জুলাই পর্যন্ত। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহ:রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক,মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ,জলঢাকা পৌরসভা মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন , মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত , আঃলীগ নেতা একে আজাদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু, ওলামালীগ সাধারন সম্পাদক এমদাদুল হক ও কাজিরহাট পণ্হাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মমিনুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5227982299565072296

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item