উত্তরবাংলা'র লাইভ প্রোগ্রামে জলঢাকার লিপির গান শুনতে হাজারো মানুুষের ভীড়

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ

শনিবার রাত ১০টায় অনলাইন পত্রিকা উত্তরবাংলার জনপ্রিয় অনুষ্ঠান উত্তরবাংলা লাইভ প্রোগ্রামে জলঢাকার লিপির গান শুনতে জলঢাকা পৌর শহর ও গোলমুণ্ডা বাজারে হাজারো মানুুষের ভীর।  নীলফামারী জলঢাকার সাবিনা ইয়াসমিন খ্যাত উদীয়মান সংগীত শিল্পী লিপি আকতার লিনা অনলাইন পত্রিকা উত্তরবাংলার জনপ্রিয় অনু্ষ্ঠান উত্তরবাংলা লাইভ প্রোগামে গান পরিবেশন করবে এই খবরে তার জন্মস্থান উপজেলার গোলমুণ্ডা ইউনিয়ন বাজারে বড় পর্দা লাগিয়ে ইউনিয়নবাসীকে অনুষ্ঠানটি  দেখার সুযোগ করে দেন ঐ ইউনিয়নের সমাজসেবক ও মরাতিস্তা ভাবনচুর উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক নুর নাসিম মিলন । এ উপলক্ষে গোটা ইউনিয়নে মাইকিং করে প্রচার করা হয়। গোলমুণ্ডা বাজারে এই অনু্ষ্ঠানের উদ্দোক্তা বিএসসি শিক্ষক মিলন বলেন লিপি আমাদের গোলমুণ্ডার মেয়ে এত ভাল গান গায় আমরা বুঝতে পারি নাই ।অনলাইন পত্রিকা উত্তরবাংলায় তার গানের বিজ্ঞাপন দেখে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেই। কিন্তু এলাকার মেয়ের গান শুনতে এত মানুষ আসবে এটা কল্পনাতীত। আমরা গোলমুণ্ডা ইউনিয়নবাসী উত্তরবাংলা ডট কম কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই লিপিকে সুযোগ করে দেওয়ার জন্য।
অন্যদিকে জলঢাকা বাজারে পারফেক্ট কম্পিউটার শোরুমের পক্ষ থেকে শহরের মানুষকে বড় পর্দায় লিপির গান দেখার ব্যবস্হা করা হয়।
জলঢাকার সিনিয়র সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু লিপির গান শুনে বলেন আমরা জানতাম সে ভাল গান করে কিন্তু এত ভাল গেয়ে গর্বিত করবে বুঝতে পারিনাই। তার সফলতা কামনা করি। সেইসাথে তিনি উত্তরবাংলা পরিবারকে ধন্যবাদ জানান।
এদিকে লিপির গানের অনেক ভক্ত তার বাড়ীতে গিয়ে ও  তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2772154881653973007

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item