জলঢাকায় গোপন বৈঠক॥ ৮ জামায়াত শিবির কর্মী আটক

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-
নীলফামারীর পল্লীতে নাশকতার পরিকল্পনা গ্রহনে গোপন বৈঠক চলাকালিন পুলিশের অভিযানে আটজন শিবির কর্মী আটক হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো বেশ কিছু শিবির নেতাকর্মী। আজ মঙ্গলবার সন্ধ্যায় এদের আটক করা হয় জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজার ফাজিল মাদ্রাসার অভ্যান্তর হতে।
জানা যায়, উক্ত মাদ্রাসার ভেতরে নাশকতা পরিকল্পনার জন্য বহিৃরাগত সহ স্থানীয় একদল শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে জানতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে জলঢাকা থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান চালালে পুলিশের হাতে আটক হয় আটজন। এরা হলো, গোলমুন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমীর  তোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহমেদ (২০), গোলমুন্ডা বাজারপাড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে মাহমুদ আল হাসান (১৮), আবদার রহমানের ছেলে আবেদ আলী (১৮), মফিজ উদ্দিনের ছেলে  তরিকুল ইসলাম (১৯), খায়রুল ইসলামের ছেলে গোলাম রব্বানী (১৯), আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম (১৮), মোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম (২০), আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৮)।
এলাকাবাসী জানায় পুলিশের অভিযানে বহিৃরাত বেশ কিছু শিবির নেতা পালিয়ে যায়।
এ বিষয়ে জলঢাকা থানা ওসি মোস্তাফিজার রহমান জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5512610385927588208

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item