কুড়িগ্রাম সীমান্ত থেকে ১৭৮টি ভারতীয় গরু আটক

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে ১শ৭৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আটককৃত এসব গরুর মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।
বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় গরু আটক করেছে। শালঝোড় বিওপির সুবেদার মোঃ মেহেদুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাঁচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে বুধবার ভোররাতে আর্ন্তজাতিক পিলার ৯৮৮ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর(নদী হতে) নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে কয়েকজন লোক নদী পথে কলার ভেলায় গরু বেঁধে নিয়ে আসতে থাকলে টহলদলকে দেখা মাত্রই গরু ভেলা রেখে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ৭১টি গরু জব্দ করে। জব্দকৃত গরুর সিজার মূল্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা।
অপরদিকে ধলডাংগা বিওপির হাবিলদার মোঃ হারুণ অর রশিদ এর নেতৃত্বে আর্ন্তজাতিক পিলার নং ৯৮৮ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর নামক স্থান হতে ভারতীয় ৬৪টি গরু জব্দ করেছে। জব্দকৃত গরুর সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।ভাওয়ালকুড়ি বিওপির হাবিলদার মোঃ মোদাচ্ছের গাজী এর নেতৃত্বে ভারতীয় ৫টি গরু জব্দ করেছে যার সিজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
ময়দান বিওপির হাবিলদার মোঃ নেয়ামত উল্ল্যাহ এর নেতৃত্বে ভারতীয় ১৮টি গরু জব্দ করেছে যার সিজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা। দিয়াডাংগা বিওপির হাবিলদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে ভারতীয় ১৫টি গরু জব্দ করেছে যার সিজার মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা। এছাড়াও ধলডাংগা বিওপির হাবিলদার মোঃ হারুণ অর রশিদের নেতৃত্বে ভারতীয় ৩টি গরু, ধলডাংগা বিওপির হাবিলদার মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে ভারতীয় ২টি গরু জব্দ করে।
বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত গরুর সর্বোমোট সিজার মূল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ, পিএসসি বলেন জব্দকৃত গরু কাষ্টম অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলাম করা হবে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1200017299873219501

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item