হুমায়ূন স্মরণে সারাদিন

ডেস্ক-
কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস ১৯ জুলাই। এ উপলক্ষে বরাবরের মতো দিনব্যাপী আয়োজন রেখেছে চ্যানেল আই। এ তালিকায় নাটক, সিনেমাসহ নানা ধরনের অনুষ্ঠান থাকছে।

সকাল সাড়ে ৭টায় থাকছে সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। এতে শোনা যাবে হুমায়ূনের জনপ্রিয় কিছু গান। দুপুর ১২টায় প্রচার হবে ‘ইউনিভার্সাল ফুড লিমিটেড তারকা কথন’। হুমায়ূনকে নিয়ে এ অনুষ্ঠানে কথা বললেন তার কাছের মানুষ।

দুপুর ২টার সংবাদের দর্শক দেখবেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, মাহি, তানিয়া আহমেদ ও আজাদ আবুল কালাম। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে হুমায়ূন আহমেদের সৃষ্টি ৫টি বিখ্যাত চরিত্র নিয়ে বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাধ্যমেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’।

রাত ৭টা ৫০ মিনিটে দর্শক দেখবেন হুমায়ূন আহমেদের উপন্যাসের ছায়া অবলম্বনে রাজু আলীমের পরিচালনায় নির্মিত টেলিফিল্ম ‘রূপার জন্য ভালোবাসা’। পরবর্তী দিনগুলোতে প্রচার হবে হুমায়ূন আহমেদ নির্মিত তিন চলচ্চিত্র— আমার আছে জল (২০ জুলাই), শ্রাবণ মেঘের দিন (২২ জুলাই) ও চন্দ্রকথা (২৯ জুলাই)।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2994639972209330026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item