সুন্দরগঞ্জে দুদকের ৬ মামলা- গা-ঢাকা দিয়েছেন আসামীরা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পিআইও নুরুন্নবী সরকার, অধ্যক্ষ, ঠিকাদার ও আ’লীগনেতাসহ ৮ জনের বিরুদ্ধে দুদক পৃথকভাবে ৬ মামলা দায়ের করায় আসামীরা গাÑঢাকা দিয়েছেন।
    জানা গেছে, গত ২০১৫-১৬ অর্থ বছরে কাবিখা,  কাবিটা ও সোল্যার প্যানেল স্থাপনে সুভংকরের ফাঁকি দিয়ে ২৩ লাখ ৫ হাজার ২৮৮ টাকা আত্মসাত করার প্রমান পাওয়ায় রংপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোজাহার আলী সরদার ৮ জনকে আসামী করে গত ২৯ জুন সুন্দরগঞ্জ থানায় পৃথক পৃথক ৬ মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার অফিস করছেন না। সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার কলেজে হাজিরা বন্ধ করে দিয়েছেন। উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া ৩ প্রকল্প সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, আলমগীর হোসেন চৌধুরী মিলন, হরিপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল হক আসামী হওয়ার কারণে বাড়ি ছাড়া হয়েছেন। অপরদিকে স্যোলার প্যানেল না বসিয়ে ভুয়া মাস্টার রোল তৈরি করে অর্থ আত্মসাতকারী দুদক মামলার আসামী নাসরিন আক্তার ও ভবন নির্মাণে ফাঁকি দেয়ায় ঠিকাদার মাসুদুল হক এবং অধ্যক্ষ একেএমএ হাবীব সরকারকে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, তারা গত এক সপ্তাহ থেকে বাড়িতেও অবস্থান করছেন না। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, আসামীরা সকলেই মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে উপজেলায় বিভিন্ন প্রকল্পের অনিয়ম নিয়ে দুদক মামলা দায়ের  করার পর থেকে গত ২০১৬-২০১৭ অর্থ  বছরের টিআর, কাবিখা,  কাবিটা ও স্যোলার প্যানেল প্রকল্পের সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারা তাদের প্রকল্পের কাজ গুলোর মানের সঠিকতা যাচাই-বাছাই করছেন। এ নিয়ে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসের দায়িত্বশীল ব্যক্তি মামুনুর রশিদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, মামলা গুলোর অধিকতর তদন্ত চলছে। তদন্তের স্বার্থে যা যা করণীয় তাই করা হবে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 7536452529450357185

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item