সুন্দরগঞ্জে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত চার দিনের ব্যবধানে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি ১৫ হতে ২০ সেন্টিমিটার কমে গেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
সোমবার উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্, নাফিউল ইসলাম সরকার জিমি  প্রমূখ। শেষে এমপি ও জেলা প্রশাসক বেলকা ইউনিয়নের ৩০০ পরিবার ও হরিপুর ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রী হিসেবে যা বিতরণ করা হয়- চাল, চিনি, লবণ, তেল, চিড়া-মুড়ি, দিয়াশলাই, মোমবাতি ও ডাল। তবে এখনও অনেক বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ পৌছানি। বন্যা কবলিত এলাকার পরিবারগুলোয় ঢালাওভাবে ত্রাণ সামগ্রী বিতরণ না করে ধনাঢ্যদের বাছাই করে হতদরিদ্রদের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করা হলে ত্রাণের চাহিদা অনেকাংশেই কমে যেতো।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 8962205912419390619

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item