সুন্দরগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা । মা- মেয়ে আটক

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জে জমি জমার বিষয় নিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত থাকায় পুলিশ মা-মেয়েকে গ্রেফতার করেছে। এ ঘটনা  মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে ঘটেছে।
পুলিশ ও ঘটনাস্থল সূত্র জানায়, গত মঙ্গলবার পূর্ব চন্ডিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র শহিদুল ইসলাম (৪৫) তার বাড়ির নিকটবর্তী একটি জমিতে আমন ধানের বীজ বপন করার জন্য যায়। এসময় তারই ভাগী-শরীক কলিম উদ্দিনের পুত্র বাবলু মিয়া গং বীজ বপন করতে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতরা হলেন শহিদুল, সিরাজল, শরীফা, সৌরভ ও গোলাপী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে দেয়। এরমধ্যে আশঙ্কাজনক শহিদুল ও গোলাপীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে শহিদুল মারা যায়। মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সন্ধ্যায় অভিযান চালিয়ে বাবলুর মা রহিমা ও বোন কোহিনুরকে গ্রেফতার করে। এঘটনায় মৃত শহিদুলের ভাতিজা রাজ্জাক বাদী হয়ে গতকাল বুধবার (১৯ জুলাই) সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতিয়ার রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8411476266808216743

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item