সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তীত, আশ্রায়ন প্রকল্পে হাটু পানি

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে।
    গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তারাপুর, বেলকা, হরিপুর, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়ন গুলোতে বন্যার পানি অপরিবর্তীত থাকায় বানবাসি মানুষরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এতে করে বসতবাড়ি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আশ্রান প্রকল্পতেও বন্যার পানি ঢুকেছে। দেখা দিয়েছে বানভাসি মানুষদের চরম দুর্ভোগ। পানিবন্দি ৩০ হাজার মানুষের মাঝে এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌছেনি। গত বুধবার উপজেলা প্রশাসন ৫’শ বানভাসি পরিবারের মাঝে ২০ মেট্রিক টন চাল, শুকনো খাবার ও ওষুধপত্র বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনা অপ্রতুল। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, সরকার যেভাবে বানভাসি মানুষের মাঝে ত্রাণ দিচ্ছে তার চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, বন্যার সাথে তাল মিলিয়ে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। তার গোটা ইউনিয়ন এখন বন্যায় নিমজ্জিত। বন্যা দুর্গত মানুষদের আশ্রায় দেওয়ার মতো কোন উচু স্থান না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। এখন পর্যন্ত যে পরিমান ত্রাণ বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জরুরি ভিত্তিতে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণের আবেদন জানান তিনি। উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান বলেন- ত্রাণ সামগ্রী পৌছিলে জরুরি ভিত্তিতে তা বিতরণের ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রেরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পর্যাপ্ত ত্রাণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 2098958196636138455

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item