সৈয়দপুরে পাইকারী চাল মার্কেটে অগ্নিকান্ড সংঘটিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর শহরের পাইকারী চাল মার্কেটের আগুনের ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকানের প্রায়  ৪/৫ লাখ টাকা মালামাল পুড়ে ছাঁই হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুঁড়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে চাল, আটা-ময়দা, ভুষি, চিনি প্রভূতি। আজ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই আগুনের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের পাঁচমাথা মোড়স্থ মোল্লা রোডের পাইকারী চাল মার্কেটের ইবরাব খান মুন্নার ‘মুন্না ষ্টোর” থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ইবরাব খান মুন্নার দুইটিসহ পাশের আরো দুইটি দোকান পুঁড়ে যায়। মুন্না ষ্টোরের পুঁড়ে যায় মালামালের মধ্যে রয়েছে চাল, আটা,চিনি, ময়দা ভূষিসহ নগদ অর্থ। আগুনের খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজেড ও তারাগঞ্জ উপজেলার দমকল বাহিনী তিনটি ইউনিট এসে বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মুন্না স্টোরের স্বত্বাধিকারী মো. ইবরাব খান মুন্না আগুনে তাঁর প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল পুঁড়ে গেছে বলে দাবি করেন।
সৈয়দপুর ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহ্মুদুল হাসান জানান, বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
এদিকে, শহরের পাইকারী চাল মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুল-উল-ইসলাম।

পুরোনো সংবাদ

নীলফামারী 1837836464887420072

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item