পীরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ অব্যহত

মামুনুররশিদ মেরাজুলঃ

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে রংপুরের ভিআইপি আসন বলে খ্যাত পীরগঞ্জে নির্বাচনী হাওয়া জোরে সোরে বইতে শুরু করেছে। ইতিমধ্যে এক সময়ের জাতীয় পার্টির দূর্গ ও সোনার লাঙ্গল প্রাপ্ত আসনটি পূনঃউদ্ধার করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নূরে আলম যাদুকে একক প্রার্থী ঘোষণা করায় নেতা কর্মীদের মাঝে উর্দ্ধজীবিত ভাব লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে গত রমজান মাসে ১৫টি ইউনিয়নে নেতা কর্মীদের নিয়ে ইফতার মাহফিল, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং প্রতিনিয়ত দলীয় কর্মসূচী পালন করা হচ্ছে। উপজেলা কমিটির যগ্ম-সাধারণ সম্পাদক পৌর কমিশনার আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি বলেন জাতীয় পার্টির হারানো আসনটি পুন:রায় দখল করার জন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে কর্মসূচী পালন করা হচ্ছে। এ বিষয়ে নূরে আলম যাদুর সাথে টেলিফোনে কথা হলে তিনি বলেন পার্টির চেয়ারম্যান আমাকে যোগ্য মনে করে হারানো আসনটি পুন:উদ্ধার করার জন্য নির্বাচিত করায় আমি নেতা কর্মীদেরকে নিয়ে প্রতিদিন সাংগঠনিক কর্মসূচী পালন করে আসছি। আশা করি লাঙ্গলের দূর্গ বলে খ্যাত রংপুরের পীরগঞ্জ সংসদীয় আসনটি পুন:উদ্ধার করে পার্টির চেয়ারম্যানকে উপহার দেয়া সম্ভব হবে।

পুরোনো সংবাদ

রংপুর 5186164852269033584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item