বাংলাদেশি ছবির আন্তর্জাতিক পুরস্কার লাভ

ডেস্ক-
‘ডুব’তেই চলেছিল ছবির ভবিষ্যৎ। কিন্তু ডুবে যাওয়ার ঠিক আগেই পুরস্কার হাতে উঠে এলেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকি। যেমন তেমন নয়, এক্কেবারে আন্তর্জাতিক পুরস্কার!কথা হচ্ছে, ইরফান খান অভিনীত ও প্রযোজিত ছবি 'ডুব'-এর। ইরফান ছাড়া টালিগঞ্জের এস কে মুভিজ এই ছবির যৌথ প্রযোজক। কিছু দিন আগেই ‘সাংহাই চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয় এই ছবি। তার পরেই ৩৯তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ কমারজ্যান্ট জুরি পুরস্কার জিতে নিয়েছে ফারুকি পরিচালিত 'ডুব: নো বেড অব রোজেস'। ইরফান খান ছাড়াও ছবিতে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা , পার্ণো মিত্র এবং রোকেয়া প্রাচী।বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মোস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত ‘ডুব’। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকার ছবিটি আটকে দেয়। কিন্তু কী কারণে ছবিটির প্রদর্শন বন্ধ করা হচ্ছে, তার কোনও ব্যাখ্যা বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। ছবিটির বিষয় নিয়ে সর্বপ্রথম আলোকপাত করেন বাংলাদেশের অভিনেত্রী ও লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি দাবি করেছিলেন যে, ছবিটি তার স্বামী প্রয়াত হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে। তার পরেই ছবিটিকে ঘিরে দানা বাঁধে হাজারও বিতর্ক।রাশিয়ান ফিল্ম সমালোচক আন্দ্রেই প্লাকহভের হাত থেকে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকি। ফারুকি বলেন, ‘ছবিটি তৈরির সময় আমরা মোটেই গোলাপের পাপড়ি ছড়ানো বিছানো পাইনি। যাত্রাটা বড়ই কঠিন ছিল। বেশ কিছু প্রতিবন্ধকতা পেরিয়ে ‘ডুব’ আজকে আন্তর্জাতিক দরবারে।’ যদিও বাংলাদেশের মানুষ ছবিটি কবে দেখতে পাবেন তা নিয়ে পরিচালকের মনে প্রশ্ন রয়েছে। তবে ফারুকি আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশের মানুষও খুব শীঘ্রই ছবিটি দেখতে পাবেন।’

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 373326086337279392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item