ডোমারে অসুস্থ গরু জবাই করায় এলাকায় তোলপাড়

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে অসুস্থ  গরু জবাই করাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড়, কসাই জিকরুল পলাতক। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর তালতলী গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের আজাহার আলীর ছেলে জিকরুল ইসলাম জিপু কসাই পার্শ্বের গ্রাম পাটোয়ারী পাড়ার হবিবর আলীর ছেলে দুলু মিয়ার একটি পা ভাঁঙ্গা অসু¯হ গরু অল্প দামে কিনে ৯জুলাই রবিবার সকালে তার নিজ বাড়ীতে গোপনে জবাই করে মাংস বিক্রি কালে এলাকাবাসী থানায় সংবাদ দিলে এসআই হামিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স কসাই জিপুর বাড়ীতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংস রেখে পালিয়ে যায় জিপু। পুলিশ মাংস বিক্রি বন্ধ করে দিয়ে তা পরীক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে পাঠিয়ে দেয়। গরু বিক্রেতা দুলু মিয়া জানান, আমার গরুটি অসু¯হ নয় তবে দির্ঘদিন ধরে একটি পা ভাঁঙ্গা ছিল, বোড়াগাড়ী হাটের কসাই সায়েম ও মিলন গরুটি অল্প দাম বলায় শেষে জিপুর কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করি। পূর্বের কসাইদের না দেয়ায় তারাই ভুয়া সংবাদ দিয়ে আমাদের হেও করার হীন চেষ্টা করেছে। এ বিষয়ে জিপুর সাথে একাধীক বার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2865888800531639731

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item