চিলাহাটি আদর্শ গ্রামে ছাগলকে কেন্দ্র করে একজন মৃত্যু পথযাত্রী

এআই পলাশ, চিলাহাটি নীলফামারী, প্রতিনিধি:
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তিরহাট আদর্শ গ্রামে ছাগলকে কেন্দ্র করে মিন্টু(৪২) নামে একজন মৃত্যু পথযাত্রী। সরজমিনে ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা জানায়, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী আদর্শ গ্রামের প্রায় ২ শতাধিক পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। আর সেই আর্দশ গ্রামে সুকৌশলে স্থান পায় বীর মুক্তিযোদ্ধা মোঃ সবদর আলীর পুত্র ফজলু (৪০)।গতকাল সোমবার(১৭  জুলাই) সকালের দিকে ফজলুর একটি ছাগলের পায়ে কে বা কারা আঘাত করে।  সেই ঘটনাটিকে পুজি করে ফজলু  পূর্ব শত্রুতার জের ধরে তার পার্শবর্তী সহিমদ্দিনের পুত্র মিন্টু (৪২) ও আব্দুর রশিদের পুত্র রেজাউল (৩০) কে উসকানিমূলক ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে মিন্টু ও রেজাউল গালিগালাজের কারণ জানতে চাইলে ফজলু, তার স্ত্রী, কন্যাদ্বয় ছোড়া, বল্লম, কুড়াল  ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মিন্টু ও রেজাউলকে অতর্কিত হামলা চালায়  এবং ফজলুর হাতে থাকা কুড়াল দিয়ে মিন্টুকে হত্যার উদ্দেশ্যে হাত, পিঠ ও  মাথায় পর পর তিনটি আঘাত করে  এবং তার স্ত্রী ও কন্যাদ্বয় রেজাউলকে বেধরক মারপিঠ করে শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম করে। এসময় গ্রামবাসী সবাই একত্রিত হয়ে গুরুতর আহত অস্থায় মিন্টু ও রেজাউলকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স ভর্তি করলে মিন্টুর অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি প্রকাশের চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর,এএসআই জুলফিকার ফোর্সসহ আজ ১৭ জুলাই ঘটনাস্থলে গেলে আদর্শগ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের সদস্যরা ফজলুর বিরুদ্ধের অগনিত অভিযোগ দায়ের করেন। অপর দিকে গ্রামবাসী জানান ফজলু বিভিন্ন সময় প্রকাশ্য দিবালোকে  গ্রামের সাধারণ মানুষের  পালিত ছাগল ও মুরগী নিজেই জবাই করে আত্মসাৎ করত।এব্যাপারে প্রতিবাদ করতে গেলে তার মেয়েকে দিয়ে নারী নির্যাতন মামলার আসামী করবেন বলে হুমকী প্রদান করে। বহু অসামাজিক কাজের নায়ক ফজলুর বিরুদ্ধে চেয়ারম্যান মেম্বারদের অভিযোগ দেওয়ার পরেও  তারা তার বিচার করতে পারেননি বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো দায়ের করে। এই সংবাদ প্রকাশ পর্যন্ত আহত মিন্টুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 473030650701739086

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item