দিনাজপুর সরকারী কলেজে নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় হুইপ ইকবালুর রহিম এমপি

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
৮ জুলাই শনিবার দিনাজপুর সরকারী কলেজ আয়োজিত নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকাল ১০টায় কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন, সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর মোঃ ইসাহাক আলী, শিক্ষক পরিষদের সম্পাদক একেএম আল আব্দুল্লাহ। সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার সাহা ও মাজেদুর রহমান সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাজী সাব্বির আহমেদ সুজন। অনুষ্ঠানে ১ হাজার ২৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ও ফলক উম্মোচনের মাধ্যমে সরকারী কলেজের নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দিনাজপুর সরকারী কলেজ রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে কৃতিত্ব অর্জন করায় আমরা দিনাজপুরবাসী গর্বিত। এ কৃতিত্ব দিনাজপুর সরকারী কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের। তোমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমাদের যোগ্যতাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে কলেজের উন্নয়নমূলক প্রকল্পের কাজ আমরা হাতে নিয়েছি। অচিরেই দিনাজপুর সরকারী কলেজ বাংলাদেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে রূপান্তরিত হবে। এরপর হুইপ বিকাল ৪টায় সদর উপজেলার রামডুবি হাট বিএল উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অপরদিকে গত ৭ জুলাই শুক্রবার রাতে দিনাজপুর নার্সিং ইন্সটিটিউট’র আয়োজনে নবীন বরণ, শিরাভরণ (কোমর বন্ধনী) ব্যাচ পরিবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এস.এম ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডাঃ বি. কে বোস। দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মওলা বক্স চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইন্সটিটিউট, দিনাজপুর’র নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মোসাঃ জেরিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 424792660826266670

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item