দিনাজপুরে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের মানববন্ধন কর্মসূচী

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর ঃ
৫ জুলাই বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ আবু সামাদ মিঠু’র বিরুদ্ধে অসত্য অভিযোগ ও অপবাদের তীব্র নিন্দা জানিয়ে প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী, সাধারণ খেলোয়াড়বৃন্দ, অভিভাবকসহ সর্ব স্তরের মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষ থেকে শফিকুর রহমান শফিক, শাহাদাৎ হোসেন, অরুন, দুলাল, আবুল কাশেম, মোঃ আজিজ ও রুবেল। ক্রিকেট কোচিং সেন্টারের ছাত্রদের মধ্যে রনি এবং প্রমিলা খেলোয়াড় সাকিলা, মাধুসহ আরো অনেকে। বক্তারা বলেন, একটি কু-চক্রি ও স্বার্থান্বেষী মহল প্রচেষ্টা কোচিং সেন্টারের অগ্রগতি এবং সুনামকে ক্ষুন্ন করার জন্য নানাভাবে গভীর ষড়যন্ত্র করে দিনাজপুরের ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গনকে ধংস করার অপচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টা ক্রিকেট কোচিং থেকে জাতীয় পর্যায়ের লিটন দাসসহ অনেক তারকা খেলোয়াড় তৈরী হয়েছে। কোচ আবু সামাদ মিঠু দিনাজপুর ক্রীড়াঙ্গনকে বাংলাদেশ ক্রিকেট ইতিহসের একটি উজ্জল নক্ষত্র হিসেবে ব্যপক সুনাম অর্জন করেছেন। বক্তারা আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে কোচ মিঠু’র বিরুদ্ধে আনিত মিথ্যা ও কাল্পনিক অভিযোগ নিরপেক্ষ তদন্ত করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এছাড়াও বক্তারা কোচ আবু সামাদ মিঠু’র বিরুদ্ধে অবস্থানরত আন্দোলনকারীদের হুশিয়ার করে বলেন, যারা কোচ মিঠু’র চরিত্র নিয়ে আন্দোলন করছেন, তাদের মধ্যে অনেকের চরিত্র সম্পর্কে আমরাও অনেক কিছু জানি। আগামীতে আপনাদের চরিত্র নিয়ে আমরাও মাঠে নামবো।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6260656363977408408

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item