হলিল্যান্ড কলেজ’র নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আঃ সাত্তার ॥
উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর হলিল্যান্ড কলেজ’র নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ-২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩১ জুলাই সোমবার সকাল ৯টায় দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ফারাজ উদ্দীন তালুকদার। হলিল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা ড. মোঃ হাবিবুল্লাহ, হলিল্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক কাওসার আলম, বিশিষ্ট শিক্ষাবিদ পুলিন বিহারী চক্রবর্তী প্রমূখ। প্রতিষ্ঠানটির সিনিয়র প্রভাষক পাভেল রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্রী অনন্তি এবং প্রথম বর্ষের ছাত্র রাফসান। শুরুতে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আবদুল খালেক-এর নিজস্ব লেখা “অমিয় আনন্দ ধ্বনি” গ্রন্থটি কলেজ কর্তৃপক্ষ ও অতিথিদের হাতে তুলে দেন। দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8276441715697448913

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item