দিনাজপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী-হিজড়া-দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠির মাঝে আর্থিক সহায়তা প্রদান

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩০ জুলাই রোববার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ এবং প্রতিবন্ধী শিক্ষার্থী, হিজড়া, দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠির মাঝে সরকারী আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কার্যক্রম প্রাথমিক স্তর উপকারভোগী ১৫৭ জন, মাধ্যমিক স্তর উপকারভোগী ৫৮ জন, উচ্চ মাধ্যমিক স্তর উপকারভোগী ৫৫ জন, উচ্চতর স্তর উপকারভোগী ৭ জনসহ ২৭৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা উপবৃত্তি ১৯ লক্ষ ২২ হাজার ৪শত টাকা ও হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ভাতা কার্যক্রম উপকারভোগী ৭ জন, শিক্ষা উপবৃত্তি উপকারভোগী ৬ জনসহ ১৩ জন উপকারভোগীকে ২১ হাজার ৩শত টাকা এবং দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ভাতা কার্যক্রম উপকারভোগী ১৩ জন ও শিক্ষা উপবৃত্তি উপকারভোগী ১ জনসহ ১৪ জন উপকারভোগীকে ৪১ হাজার ৭শত টাকাসহ সর্বমোট ১৯ লক্ষ ২৫ হাজার ৪শত টাকা প্রদান করা হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5545752726675085197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item