রোটারী ক্লাব অব দিনাজপুর’র অভিষেক অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
রোটারী ক্লাব অব দিনাজপুর’র ৩৮তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই শুক্রবার রাতে দিনাজপুর শহরের নিমতলা খালপাড়াস্থ রোটারী সেন্টারে ২০১৭-২০১৮ রোটারী বর্ষের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব দিনাজপুর’র নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, রোটারী ক্লাব আলোকিত মানুষদের সংগঠন। এ সংগঠন মানব কল্যানের যে স্বপ্ন নিয়ে কাজ করে, আমরা রাজনীতিবিদরাও সেই মানব কল্যানেই কাজ করি। রোটারী সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে সুটেট-বুটেট হয়ে সমাজের জন্য কাজ করেন, আমরা সেভাবে কাজ করি না। আমরা চিনি এদেশের কৃষকের লাঙ্গল, শ্রমিকের ঘাম। তাদের সাথে মিশেই আমাদের কাজ করতে হয়। আমরা মানব কল্যানের কোন কাজই বাকী রাখি না। ১ হাজার জনের অধিকার ভক্ষন করে ১০ জনকে সাহায্য করে দানবীর সাজার কোন দরকার নাই। সত্যিকার অর্থে সমাজের জন্য কাজ করার মধ্যেই রয়েছে স্বার্থকতা। রোটারিয়ানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে- রোটারীর টাকা যেন অবৈধ না হয়। আমাদের নৈতিকতার জায়গাটিকে আরো বেশী শক্তিশালী করতে হবে। সত্য ও সুন্দরের পথে আপনাদের যাত্রা শুভ হোক। অনুষ্ঠানে রংপুর জোনের জোন চেয়ার রোটারিয়ান পিএজি, পিপি একেএম আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে সম্মানিত স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান পিপি এফ এইচ আরিফ পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি মোঃ মাজেদুল ইসলাম পিএইচএফ, রংপুর জোনের ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি হাবিবুর রহমান হাবিব, লালমনিরহাটের পক্ষ থেকে রংপুর জোন সেক্রেটারী আব্দুস সালাম মুকুল, রোটারী ক্লাব অব রংপুর’র প্রেসিডেন্ট আফজাল হোসেন, রোটারী ক্লাব অব সৈয়দপুর’র প্রেসিডেন্ট আহসান হাবীব, অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার, বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফুর রহমান আরিফ, রংপুর জোন কমিটির রেজুলেশন, পিচ এন্ড কমক্লিক্ট চেয়ার রোটারিয়ান পিপি রনজিৎ কুমার সিংহ প্রমূখ। অভিষেকে বার্ষিক সুভ্যেনিয়র রামসাগর’র উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ক্লাবের নিয়ম অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফুর রহমান ২০১৭-২০১৮ রোটারী বর্ষের নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান সহিদুর রহমান পাটোয়ারী মোহনকে প্রেসিডেন্ট কলার পড়িয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও রোটারী প্রত্যয় পাঠ করা হয়। পরে অতিথিবন্দকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7586971403562909005

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item