চিলাহাটির ভারতীয় সীমান্তে তথ্য পাচারকারী ও মাদক ব্যবসায়ী গান্দী গ্রেফতার

এ, আই পলাশ-
নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তে দীর্ঘ দিনের চোরাকারাবারী ও বাংলাদেশের গোপনীয় তথ্য ভারতে পাচারকারী রহিদুল ইসলাম ওরফে গান্দী (৪৫,কে তথ্য পাচারের সময় হাতে নাতে গ্রেফতার করেছে কেতকীবাড়ী বিওপি ৫৬ বিজিবি’র  সদস্যরা। ৫৬ বিজিবির চিলাহাটি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম জানান,কেতকীবাড়ী ইউনিয়নের নয়াহাট গ্রামের বসির উদ্দিনের পুত্র রহিদুল ইসলাম ওরফে গান্দী প্রায় ১৫ বছর যাবত সীমান্তের বিজিবির চোখে ফাকি দিয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য ও বিভিন্ন পত্রিকা ভারতে পাচার করে আসছিল । তার বিনিময়ে ভারত থেকে প্রচুর পরিমানে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে এসে বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এরই সূত্র ধরে গতকাল শনিবার( ২২ জুলাই) কেতকীবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্তের ৭৮৭ মেইন পিলারের সাব পিলার ৬ এর কাছে গিয়ে ভারতীয় গোয়েন্দা সদস্যের কাছে বিভিন্ন কাগপত্র দেওয়ার পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে কেতকীবাড়ী বিওপির হাবিলদার শ্রী প্রদ্যৎ কুমার সরকার তার ফোর্স সহ সন্ধ্যা ৬.৪০ মিনিটে সীমান্ত এলাকায় তথ্য পাচারকারী গান্দীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে রাত ১১টার দিকে বিজিবির পক্ষথেকে উক্ত পাচারকারীকে ডোমার থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য উক্ত তথ্য পাচারকারী ২০০৪ সালে একই ঘটনায় গ্রেফতার হয়েছিল সেই মামালায় জামিন পেয়ে সে পুনরায় তার ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6382544297272228412

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item