চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক এর ফলাফল বিপর্যয়ের নেপথ্যে

নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের  উচ্চ মাধ্যমিক ফলাফলে মারাত্মক বিপর্যয় ঘটেছে।এ বছর চিলাহাটি সরকারী কলেজ থেকে একজন জিপিএ-৫ পেলেও ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৬৭ জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে। পাশের হার মাত্র-৩২.২১ শতাংশ।যা উপজেলার সবচেয়ে খারাপ ফলাফল। এ বিপর্যয় সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান,শিক্ষার্থীদের অনুপস্থিতি আর শিক্ষকদের ক্লাসে নিয়মিত না পাওয়া, দুর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের মনোযোগ না দেওয়াকে দায়ী করেন তারা।অনুসন্ধানে জানা গেছে চিলাহাটি সরকারী কলেজ ১৯৮৭ সালে জাতীয়করন হওয়ার পর থেকে লেখা পড়ার মান ও ফলাফল নি¤œ থেকে নি¤েœ নেমে এসেছে।প্রতিদিন গড়ে ২ থেকে ৩ ঘন্টা কলেজ সচল থাকে, দুপুর ১ টার পর কলেজে আর কাউকে পাওয়া যায় না। শিক্ষকরা প্রায় সময় অনুপস্থিত থাকেন। বর্তমানে ২৭ টি পদে বিপরীতে ১২ জন শিক্ষক রয়েছেন।নতুন শিক্ষক যোগদান করে পদগুলি পূরন হওয়ার ২/৩ মাস পর আবার ১০/১২ টি পদ খালি হয়ে যায়। কলেজটিতে ভাইস প্রিন্সিপাল,সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকের পদ না থাকার কারনে বিগত দিনগুলিতে দেখা গেছে কলেজের অধ্যক্ষ সদ্য বিসিএস প্রাপ্ত প্রভাষকদের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে ছুটিতে চলে যান। অধ্যক্ষ সাহেব মাসে ২৫ দিন ছুটি কাটান ফলে তার অধিনস্থ প্রভাষকরাও যে যার খুশিমত কলেজে যাওয়া আসা করে ও ছুটি নিয়ে চলে যায়।বলতে গেলে চিলাহাটি সরকারী কলেজে তদারকীর প্রয়োজনীয়তা অনুভব করেননা প্রশাসন ।চিলাহাটি কলেজের ফলাফল বিপর্যয় ও অনিয়ম সম্পর্কে অধ্যক্ষ আব্দুল খালেক মোল্লার  নিকট জানতে চাইলে তিনি আক্ষেপ করে জানান যে, আমি এখানে যোগদান করার পর দেখলাম যে পূর্ববর্তী অধ্যক্ষ যা অনিয়ম করেছেন তা সীমাহীন, ক্লাস ঠিক মত হত না শিক্ষকরা ঠিক মত ক্লাসে আসতো না এবং ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিল নগন্য, যার ফলে এই ফলাফল এই বিপর্যয়। তবে আমি সমস্যা থেকে উত্তরনের চেষ্টা করছি ।তিনি আরো বলেন যে চিলাহাটিতে সরকারী কলেজ আছে তা সরকার জানেনা। ছাত্র-ছাত্রীরা ঠিক মত ক্লাসে আসেনা নতুন প্রভাষকরা যোগদান করেই ছুটি নিয়ে অথবা বদলি নিয়ে চলে যায় আমার করার কিছু থাকে না। ফলে আমি নিজে এই কলেজের প্রিন্সিপাল হয়ে যোগদান করে অসহায় বোধ  করছি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2718326922116528251

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item