নীলফামারীতে বিএডিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ জুলাই॥
বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) বীজ ও সার ডিলার এসোসিয়েশনের নীলফামারী জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জেলার পুরাতন রেলস্টেশন সড়কের গাছবাড়ি অস্থায়ী অফিস চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
 
বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির রংপুর বিভাগীয় যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ দেলোয়ার হোসেন, রংপুর বিভাগের বিএডিসির উপ-পরিচালক (বীবি) কৃষিবিদ সুলতানুল আলম, জেলার সিনিয়র সহকারী পরিচালক (বীবি) কৃষিবিদ শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় সভায় বিএডিসি জেলা শাখার পক্ষ থেকে পৌর মেয়রকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। 
সভায় জেলার ছয় উপজেলার ১৩২ জন বীজ সার ডিলারগন উপস্থিতে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য বিএডিসির ডিলার ফজলুল হককে সভাপতি ও আনছারুল হককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ঠ নতুন নীলফামারী জেলা বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষনা করা হয়। #


পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7233100839124994922

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item