ডোমার-ডিমলার নৌকার মাঝি হবার প্রত্যাশা অধ্যাপক খায়রুল আলম বাবুলের।সাংবাদিকদের সাথে মত বিনিময়।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার উপজেলা শাখার সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকাল ১১টায় ডোমার ডাক বাংলো হলরুমে আয়োজিত এ মত বিনিময় সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী (১) ডোমার ডিমলা আসনে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী বলে জানান।তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহা সড়কে।কাংখিত গন্তব্যে পৌছাতে আগামী  নির্বাচনে ডোমার ডিমলার জনগণকে সাথে নিয়ে আমিও এ কাজে অংশগ্রহন করতে চাই।” তিনি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী নির্মূল সহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ কালভার্ট নির্মানে ব্যাপক ভুমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, “১৯৬৯ সাল থেকে ছাত্র রাজনীতীর মধ্য দিয়ে  বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন, সংগ্রামে অংশগ্রহন করেছি।” তার বিগত সকল কর্মকান্ড বিচার বিশ্লেশন করে নেত্রী আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিবে বলেও তিনি আশাবাদী।  এসময় উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুর হক দুলাল, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের আহবায়ক শাহ্জাহান সরকার বুলু, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনছুর আলী, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর-রশিদ হারুক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4796455689163075766

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item