আল-আকসা মসজিদে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞায় ঢাকার তীব্র নিন্দা

ডেস্ক-
আল-আকসা মসজিদ বন্ধ করা ও শুক্রবার জুমার নামাজ পড়তে না দেয়া এবং আল হারাম আল শরীফকে ঘিরে অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের জন্য ইসরাইলি কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রীকে দেয়া বার্তায় বাংলাদেশের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বার্তায় সেখানে অতি সম্প্রতি সংঘটিত অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থানকে কেন্দ্র করে ইসরাইলি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় সৃষ্ট সংঘর্ষে ৫ জন ফিলিস্তিনি নিহত ও শত শত আহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি যথা শিগগির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করে দুই রাষ্ট্রের সমাধানের লক্ষ্যে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

পুরোনো সংবাদ

প্রধান খবর 87184453324702414

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item