ঠাকুরগাঁওয়ে আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও থেকে ঢাকা সরাসরি আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নাগরিক অধিকার আন্দোলন ঠাকুরগাঁও নামক একটি সংগঠনের উদ্যোগে চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলন সংগঠনের আহবায়ক অধ্য আতাউর রহমান রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক ছাত্র নেতা মাসদু আহম্মেদ সূর্বন, ওয়াদুলøাহ মাসুদ, নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, মো¯Íাফিজুর রহমান রিপন, কাউন্সিলর দ্রেীপদি দেবী আগারওয়ালা, বিশাল রহমান, রেজাওনুল ইসলাম রেজু প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে আন্ত:নগর ট্রেনের দাবি জানিয়ে আসছে ঠাকুরগাঁও জেলার মানুষ। আশ্বাস দেয়ার পড়েও অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। কিন্তু অজ্ঞাত কারণে চালু হচ্ছে না। অবিলম্বে আন্ত:নগর ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা। উলেøখ্য, আগামী ১৭ জুন সরাসরি আন্ত:নগর ট্রেন চালু না করে পঞ্চগড় থেকে শাটল ট্রেন উদ্বোধন করতে আসছেন রেলমন্ত্রী। এই খবরে বিুব্ধ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছেন। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচীও হাতে নিচ্ছে বিভিন্ন সংগঠন । পরে আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6369286237848787203

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item