র‌্যাংকিংয়ের সাতে নেমে গেল বাংলাদেশ

ডেস্ক-
ক'দিন আগেই ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে এই সম্মান অর্জন করে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু ছয় নম্বরে বেশিদিন থাকা হলো না টাইগারদের। মাত্র এক ম্যাচ পরই ফের সাতে নেমে যেতে হলো দলটিকে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে লন্ডনের দি ওভালে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের ফলে অবনমন হয়েছে তাদের।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু বোলারদের ব্যর্থতায় এই পুঁজি রক্ষা করতে পারেনি তারা। ২ জুন আইসিসি ওয়ানডে টিম র‌্যাংকিং অনুযায়ী, ৯২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাতে অবস্থান বাংলাদেশের। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ছয়ে।

অবশ্য খুব শিগগিরই আবার র‌্যাংকিংয়ের ছয়ে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের। এ জন্য তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের দিকে। যেখানে এজবাস্টনে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শ্রীলঙ্কার হার কামনা করতে হবে তাদের। শ্রীলঙ্কা হারে আবারও তারা উঠে আসবে র‌্যাংকিংয়ের ছয়ে।

পুরোনো সংবাদ

খেলাধুলা 71437299312848617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item