সৈয়দপুরে স্কুল ছাত্র মেধাবী সাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র সিরাজুম মনির খাঁন সাকিব হত্যার ঘটনায় জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। আজ শনিবার (১৭ জুন) সৈয়দপুরের সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 বেলা ১১টায় শুরু হয়ে দুুপুর ১২ টা পর্যন্ত চলে মানববন্ধন কর্মসূচি। ঘন্টাব্যাপী মানববন্ধনে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা,কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যসহ শহরের বিভিন্ন সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় সাকিব হত্যার বিচারের দাবিতে লেখা কয়েকটি ব্যানার এবং অসংখ্যক পোষ্টার ও ফেস্টুন ছিল অংশগ্রহনকারীদের হাতে হাতে।
মানববন্ধন চলাকালে  অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাকিবের বাবা মো. হাবিবুর রহমান খান, সাকিবের সহপাঠি কাজী তানজিজুল হক তানজিল, খন্দকার আবিদা সুলতানা রিয়া, মুজাহেদীন ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল হৃদয়, কাজী নাইম ইজাজ প্রমূখ। এছাড়াও এতে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থীদের পক্ষে আসাদুজ্জামান আসাদ, শিক্ষানগরী সৈয়দপুরের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, আমাদের প্রিয় সৈয়দপুরের সাংগঠনিক সম্পাদক মিঠুন হাসান আয়ান,পরিবতর্ন চাই নীলফামারী জেলার টিম লিডার নাইমুল ইসলাম নয়ন, সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রইচ উদ্দিন রকি,ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ্ চৌধুরী, ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজির আহমেদ, টিফিন’র প্রতিষ্ঠাতা তানভীর ফুয়াদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন,  মেধাবী স্কুল ছাত্র সাকিব হত্যার  দুই বছর পেরিয়ে  গেলেও জড়িতদের আজো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অদ্যাবধি বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি সাকিব হত্যার খুনিদের। বক্তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্বে সাকিব হত্যাকারীদের গ্রপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান। অন্যথায় আগামীতে সাকিব হত্যার বিচারের দাবিতে সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলট সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
প্রসঙ্গত, সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল সিরাজুম মনির খাঁন সাকিব। ২০১৫ সালের ১৩ জুন  রাতে শহরের টেকনিক্যাল কলেজপাড়ার ভাড়া বাড়ি থেকে সাকিবের গলায় ফাঁসি লাগানো লাশ উদ্ধার করেন পুলিশ। ওই দিন  রাতে তাঁর বাবা-মা গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় ছিলেন। আর স্কুল ছাত্রী সাকিব ওই ভাড়া বাড়িতে একাই অবস্থান করছিলেন। এ ঘটনায় সাকিবের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ওই ঘটনার দীর্ঘ দুই বছর পরও  হত্যাকারীদের চিহিৃত করতে পারেনি পুলিশ।  তবে  সাকিব হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছেন বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 9184743908695856695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item