সৈয়দপুরে সঙ্গীত শিল্পী ওস্তাদ কাসেম আলী মল্লিকের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু ,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরের প্রবীণ সঙ্গীত শিল্পী ওস্তাদ কাসেম আলী মল্লিক আর নেই। তিনি গত বৃহস্পতিবার (২২ জুন) ‎‎হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে,নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ অগণিত ছাত্র-শিষ্য রেখে গেছেন। গত বৃহস্পতিবার তারাবিহ নামাজের পর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জামে মসজিদ চত্বরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় সৈয়দপুর সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের জ্যেষ্ঠ সদস্য কাসেম আলী মল্লিক ছিলেন উত্তর জনপদের প্রবীণ শিল্পী ও সঙ্গীতের ওস্তাদ। রংপুর বেতারের নিয়মিত শিল্পী ছিলেন তিনি।
সৈয়দপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী কাসেম আলী মল্লিকের মৃত্যুতে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার,সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকসহ রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক  ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।         

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6356103761893650358

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item