দুই সন্তানের জননী সেলিনা আক্তার স্তন ক্যান্সারে আক্রান্ত- সাহায্যের আবেদন

 তোফাজ্জল হোসেন লুতু ,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

দুই সন্তানের জননী মোছা. সেলিনা আক্তার চৌধুরী (৪০)। গত বছরের অক্টোবরে তাঁর স্তন (ব্রেস্ট) ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে ঘাতক এ ব্যাধিতে আক্রান্ত সেলিনা আক্তারের বাঁ পাশের স্তন কেটে ফেলতে হয়েছে। এখন তাকে বাঁচাতে চিকিৎসায় অর্থ সাহায্যের প্রয়োজন।
গৃহবধূ মোছা. সেলিনা আক্তার চৌধুরীর বাড়ি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামে। তাঁর স্বামী এবং অষ্টম ও ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া দুইটি ছেলে মেয়েকে নিয়ে তাঁর সুন্দর সাজানো গোঁজানো  ছোট একটি সুখী সংসার। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বেলাল উদ্দিন চাকরির সুবাদে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান। বেলাল উদ্দিনের যৎসামান্য আয়ে সুখে-শান্তি ভালভাবে চলছিল ওই ছোট সুখী পরিবারটি। কিন্তু গত বছর ১৯ অক্টোবর গৃহবধূ সেলিনা আক্তারের শরীরে স্তন ক্যান্সার ধরে পড়ে। এরপর ঢাকার ধানমন্ডিস্থ প্যানারোমা হাসপাতালে অপারেশন করে তাঁর বাঁ পাশের স্তন (ব্রেস্ট) কেটে ফেলতে হয়। জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও রিসার্চ হসপিটালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসানুজ্জামান তাঁর ওই অপারেশন করেন। বর্তমানে ঢাকার উত্তরায় আহ্সানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে অসুস্থ গৃহবধূ সেলিনা’র। ইতোমধ্যে তাঁর (সেলিনা) চিকিৎসায় কয়েক লক্ষ টাকা ব্যয় করেছে স্বল্প আয়ের পরিবারটি। এখন প্রতি সপ্তাহে ৫দিন রেডিও থেরাপি দিতে হচ্ছে তাকে। ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ও অনকোলজী বিভাগীয় প্রধান ডা. রওশন আরা বেগম ওই রেডিও থেরাপি দিচ্ছেন। প্রতি সপ্তাহে রেড়িও থেরাপি দিতে সাড়ে ১৩ হাজার টাকার মতো লাগছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বেলাল উদ্দিনের পক্ষে স্ত্রীর চিকিৎসায় ওই অর্থ যোগান কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্ত্রী’র স্তন ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে স্বামী বেলাল এখন প্রায় সর্বস্বান্ত। জীবনসঙ্গী মানুষটিকে বাঁচাতে  চিকিৎসায় নিজের সকল সহায় সম্পদ বিক্রি করা সহ অনেক ঋণগ্রস্থও হয়ে পড়েছেন তিনি। আদরের ছেলেমেয়েরাও তাদের মমতাময়ী মাকে সুস্থ করে তোলার জন্য তাঁর প্রতি আকুতি মিনতি করছেন। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন বেলাল উদ্দিন। স্ত্রীকে সুস্থ করে তোলা চিন্তায় তিনি সারাক্ষণ ব্যাকুল। তিনি চান তাঁর স্ত্রী চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ স্বভাবিক জীবনযাপন করুক; তাদের সংসার আবার ভরে উঠুক সুখ-শান্তিতে। কিন্তু তাঁর সব চাওয়া পাওয়া ব্যর্থ হচ্ছে শুধুমাত্র অর্থাভাবে। টাকার অভাবে তিনি স্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসা করতে পারছেন না। এ অবস্থায় তিনি স্ত্রীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে দেশ ও সমাজের সহৃদয়বান ও সম্পদশালী মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। তাকে সাহায্য পাঠানো ঠিকানা: মোছা. সেলিনা আক্তার চৌধুরী, হিসাব নম্বর: ১৭০২১০১০০০৬২৪১, প্রাইম ব্যাংক লিমিটেড, গরীবে নেওয়াজ এভিনিউ শাখা, সেক্টর-১১, উত্তরা, টাকা-১২৩০ অথবা বিকাশ নং- ০১৭৯৭৮০৩০৩০ (ব্যক্তিগত)।    

পুরোনো সংবাদ

নীলফামারী 5338116895572111517

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item