সুদখোরদের জুন ক্লোজিং! ৩ সুদখোর গ্রেফতার!

নগদ টাকাসহ বিপুল পরিমান ফাঁকা চেক-ষ্ট্যাম্প উদ্ধার!

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ
 
পীরগঞ্জে সুদখোর মহাজনদের জুন ক্লোজিংয়ের (কথিত হালখাতা) সময় থানার পুলিশ হাতেনাতে ৩ সুদখোরকে গ্রেফতার করেছে। এ সময় নগদ টাকা, বিপুল পরিমান ফাঁকা চেক-ষ্ট্যাম্প এবং জমির দলিল উদ্ধার করা হয়। সুদখোরদের গ্রেফতারের খবরে ভুক্তভোগীরা ওই এলাকায় মিষ্টি বিতরন ও নফল নামাজ আদায় করেছে। গত বুধবার রাতে উপজেলার ভেন্ডাবাড়ী হাটের ডায়মন্ড ক্লাব তাদের দেয়া প্রায় দেড় কোটি ঋণের টাকা আদায়ে জুন ক্লোজিং করছিল।
থানা পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীদের সুত্রে জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী হাটে সৌদিয়া মার্কেটের পাশে ডায়মন্ডল ক্লাব এবং শ্রী মধূ চন্দ্র মাষ্টারের বেশ কয়েকটি দোকান ঘর ভাড়া নিয়ে মডেল ক্লাব, মুনষ্টার ক্লাব, গোল্ডেন ক্লাবসহ বেশকিছু ক্লাব ও ব্যক্তিগত ভাবে অনেকেই সাইন বোর্ড ঝুলিয়ে চড়া সুদে রমরমা ব্যবসায় চালিয়ে আসছে। ঋণের ভারে জর্জরিত ব্যক্তিরা সুদ দিতে দিতে সর্বশান্ত হয়েছে। সুদখোরদের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে বাড়ী ঘর বিক্রি করে এলাকা ছাড়া হয়েছে। এ নিয়ে এলাকাবাসী কোন প্রতিবাদ করার সাহস পায়নি। সম্প্রতি এক ঋণী ব্যক্তিকে সুদখোররা অপহরন করায় মামলা হলে সুদখোরদের বিষয়ে প্রশাসনের নজরে আসে। গত ১৪ জুন  ‘পীরগঞ্জে সুদের ব্যবসা রমরমা’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই সুদখোররা তাদের প্রায় ৭ কোটি টাকা ঋণের টাকা আদায়ে জুন ক্লোজিংয়ের সিদ্ধান্ত নেয়। ডায়মন্ড ক্লাব কর্তৃপক্ষ তাদের ঋণগ্রহীতাদেরকে নোটিশ দিয়ে গত বুধবার টাকা আদায়ের লক্ষে হালখাতার আয়োজন করে। স্থানীয় পুলিশও বিষয়টি নজরদারীতে রাখে। একপর্যায়ে পীরগঞ্জ থানা পুলিশ এবং ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক দুটি দল ওই সুদখোরদের গ্রেফতারে অভিযান চালায়। বুধবার সন্ধ্যার পর ডায়মন্ড ক্লাবের ভিতরে বেশকিছু ফাঁকা চেক বই, ষ্ট্যাম্প ও জমির দলিল এবং নগদ প্রায় ১ লাখ ২৮ হাজার টাকাসহ ৩ সুদখোর মহাজনকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় সুদখোর মহাজন ডায়মন্ড ক্লাবের সম্পাদক সামছুজ্জামান ফুল মিয়া, রাশেদুল, মিজানুর, রবিউল, রুবেল, আপেল মিয়াসহ কয়েকজন পালিয়ে যায়। ক্লাবটির সভাপতি আবু বক্কর সিদ্দিক ওরফে উজ্জল (৩০), আসাদুজ্জামান (৩০) ও একরামুল হক (৩০) কে গ্রেফতার করা হয়। সুদখোরদের গ্রেফতারে ওই এলাকায় ভুক্তভোগীরা মিষ্টি বিতরন ও নফল নামাজ আদায় করেছে। ওই ঘটনায় বেশ কয়েকজন ঋণী ব্যক্তি সুদখোর মহাজনদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে দারোগা বুলবুল হাসান বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তামবিরুল ইসলাম বলেন, ফুল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। রংপুর পুলিশের সার্কেল-ডি এএসপি জাকারিয়া রহমান বলেন, সুদখোরদের বিরুদ্ধে মাইক্রোক্রেডিড রেগুলেটরি অথরিটি আইন ও পেনাল কোড ৪২০ ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3330112214191685808

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item