পাগলাপীর অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ইফতার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরের দেবীপুরে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পাগলাপীর এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল।  মঙ্গলবার বিকেলে অত্র বিদ্যালয়ের ক্যাম্পাসে অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গ্রাসরুট কো অপারেশন চেয়ারম্যান মোঃ শাফিউর রহমান শফি, প্রধান আলোচক রংপুরের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি সমাজ কল্যান পরিষদের জাতীয় কার্যনির্বাহী সদস্য রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট নারী সংগঠক মোছাঃ চায়না চৌধুরী, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তার, গ্রাসরুট কো অপারেশন এর নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক নাসির উদ্দিন রাসেল, লালচাঁদপুর খায়রুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, বিশেষ আলোচক সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম ফারুক, অভিভাবক হামিদুর রহমান, মোছাঃ মোয়াজ্জেমা বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন পাগলাপীর অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি পাগলাপীর প্রেসক্লাবের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, অভিভাবক ও গনমাধ্যম কর্মীসহ সমাজের বিশিষ্টজনরা। অনুষ্ঠানের শুরুতে রংপুরের সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম ফারুকের নেতৃত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রথম হতে পঞ্চম শ্রেণি প্রতিটি শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশুনার মানোন্নয়ন খোজ খবর নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ১৭০ জন।

পুরোনো সংবাদ

রংপুর 1214723624897898241

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item