পীরগাছা উপজেলা পরিষদের দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা

ফজলুর রহমান,পীরগাছা সংবাদদাতা

রংপুরের পীরগাছায় গত এক সপ্তাহ থেকে উপজেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দাপ্তরিক কাজে আসা সাধারণ জনগন চরম হয়রানী শিকার হচ্ছেন।
গত ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বদলী হয়ে চলে যাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর থেকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রশিক্ষন জনিত কারণে রংপুর জেলায় অবস্থান করছেন। ফলে গত এক সপ্তাহ ধরে উপজেলা পরিষদের কোন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা না থাকায় পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
এছাড়াও দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিষদের কর্মকর্তা না থাকার সুযোগে অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও অনুপস্থিত থাকছেন। ফলে উপজেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতাসহ জনসাধারণ চরম হয়রানীর শিকার হচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের ভিতরে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক বাল্ব জ্বলতে দেখা যায়।
রমজান মাসে অনেকে রোজা থেকে উপজেলা পরিষদে দাপ্তরিক কাজে এসে কাজ করতে না পেরে চরম বিপাকে পড়েছে।
উপজেলা পরিষদে কাজে আসা কফিল উদ্দিন জানান, রোজা থেকে ২০ কিলো দুর থেকে কাজে এসেছি কিন্তু কোন দপ্তরে কর্মকর্তা নাই। অধিকাংশ অফিসে সকাল থেকে তালা ঝুলছে।

পুরোনো সংবাদ

রংপুর 5263486310543812404

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item