৯ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন রসিক মেয়র

এস.কে.মামুন

রংপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডে  জাইকার  অর্থায়নে ১১ কোটি ৬০ হাজার ৭৯৮ টাকা টাকা ব্যয়ে  লালবাগ হতে আলহাজ্ব নগর হয়ে ক্যাডেট কলেজ সংলগ্ন কালভার্ট ও লিংক দর্শনা  কলেজ পাড়া  ও কেন্দ্রীয় বাস টামির্নাল হতে বড়বাড়ী হাট ঘাঘট নদী পর্যন্ত  ৯ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী )। এ উপলক্ষে বৃহষ্পতিবার  লালবাগ হাট চত্বরে  এক উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়। দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লালবাগ দোকান মালিক সমিতির সভাপতি ফছিউদ্দীন আহম্মেদ এর   সভাপতিত্ব্ েউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, (প্রতিমন্ত্রী)। স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলী ,বিশিষ্ট ব্যবসায়ী নিধুরাম অধিকারী,মতিয়ার রহমান,শ্বেতফুল গোলাপ প্রমুখ অনুষ্ঠানে  অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার কবির হোসেন প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আপনাদের দেয়া পবিত্র  আমানত আমার দ্বারা কখনও  খেয়ানত হয় নাই। তার প্রমাণ রংপুরের উন্নয়ন। ভবিষৎতে আপনাদের আমানত আমার কাছে জমা করলে কখন খেয়ানত হবে না।  তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের পুত্রবধু তিনি রংপুরকে মানুষকে ভালবাসেন। তিনি রংপুরের উন্নয়ন নিজের কাঁধে নিয়েছেন। তিনি রংপুরে বিভাগ, বিশ্ববিদ্যালয়,সিটি কর্পোরেশন এবং   আইটি ভিলেজ দিয়েছেন যেখানে হাজার ছেলে মেয়ের প্রশিক্ষন নিবেন এবং অনেক মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে তিনি  জানান। তাই তিনি পূর্নরায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 3862551202543931586

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item