পীরগঞ্জে আ’লীগের ওয়ার্ড কাউন্সিলে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

পুুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

মামুনুররশিদ মেরাজুল -প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর) ঃ

রংপুরের পীরগঞ্জে আ’লীগের ওয়ার্ড কাউন্সিলকে কেন্দ্র করে আ’লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গত শুক্রবার শেষ বিকেলে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।
দলীয় ও একাধিক বিশ্বস্ত সুত্রে জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ’লীগ নেতা আতাউর রহমান মন্ডল দলে তার অবস্থান মজবুত করতে বিএনপি-জাপা থেকে বেশ কয়েকজনকে নিয়ে একটি শক্তিশালী গ্রুপ তৈরী করেছেন। ওই গ্রুপে রয়েছে ইউনিয়নটির বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক ইসলাম মিয়া, চেয়ারম্যানের আপন ছোট ভাই বিএনপির অপর গ্রুপের ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মন্ডল, বিএনপি নেতা ইউপি সদস্য বাদশা মিয়া, জাপা নেতা কাঠ মজিবর রহমান ও মোকছেদ আলীসহ আরও কয়েকজন। ওই গ্রুপটিই ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলে যাচ্ছে এবং নিজেদের পছন্দের প্রার্থীকে কাউন্সিলে বিজয়ী করার অপচেষ্টা করছে। শুক্রবার আটিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড কাউন্সিলে সভাপতি পদে আবুল কালাম আজাদ এবং ওই চেয়ারম্যানের সমর্থিত রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। রফিকুলের সম্ভাব্য পরাজয় বুঝতে পেরে চেয়ারম্যানের গ্রুপটি উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতেই আবুল কালাম আজাদের সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষে ৮ জন আহত হয়। খবর পেয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে কাউন্সিল পন্ড হয়ে যায়। আহতদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আবুল কালাম আজাদ, তার ৯ম শ্রেনী পড়–য়া কন্যা আদুরী খাতুন, সেলিম, মোফাজ্জল হোসেন, আব্দুস সালাম, আবুল কাশেম, ইব্রাহিম, মোজাফ্ফর হোসেন। এ ব্যাপারে নাম না প্রকাশের শর্তে উপজেলা আ’লীগের এক নেতা বলেন, ইউনিয়নটিতে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলের কারণে আ’লীগের প্রতি সাধারন মানুষ মনোক্ষুন্ন হচ্ছে। কারণ ওই চেয়ারম্যান তার আপন ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মন্ডলকে আ’লীগের সদস্য ফরমে ভর্তি করে নিয়েছে। এতে দলের ক্ষতি হয়েছে। ইতিপুর্বে চেয়ারম্যানের গ্রুপটি ওই ইউনিয়নের ৪ টি ওয়ার্ডেও প্রভাব বিস্তার করেছিল বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 26117007956308229

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item