পঞ্চগড়ে সাতমেরা ইউনিয়নের সরকারী কাজের শ্রমিক দিয়ে মেম্বারের ভুট্টা মাড়াই।

মোঃ সাইদুজ্জামান রেজা পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ৯নং ওর্য়াডের ৪০ দিনের কর্মসুচী শ্রমিক দিয়ে মেম্বারের ভূট্রা মাড়াইয়ের অভিযোগ পাওয়া গেছে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, সাতমেরা ইউনিয়নের ৯নং ওর্য়ার্ডের মেম্বার আব্দুল্লাহ বাড়ীতে কয়েকজন মহিলা শ্রমিক ও ভূট্রা ক্ষেতে কয়েকজন মহিলা শ্রমিক কাজ করছে। এসময়ে আব্দুল্লাহ মেম্বারের বাড়ীতে দেখা মিলে ৪০ দিনের কর্মসূচীর রাস্তা মেরামত কাজের সর্দার আ: কুদ্দুসের সাংবাদিক পরিচয় দিতে আ: কুদ্দুস পালিয়ে যায়। সাতমেরা ইউনিয়ন পরিষদ গিয়ে জানা যায়। জননেত্রী শেখ হাসিনার সরকারের গ্রামীন উন্নয়নের ধারা বাহিকতায় সারাদেশ ব্যাপী রাস্তা মেরামতের জন্য ৪০ দিনের কর্মসূচী পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতমেরা ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে গ্রামীন রাস্তা ঘাট মেরামতের জন্য ২৯ জন শ্রমিক দেওয়া হয়। এ বিষয়ে সাতমেরা ইউনিয়নের আব্দুল্লাহ মেম্বারের সাথে কথা বললে তিনি জানান আমি বিষয়টি জেনেছি আমার ছেলে শ্রমিকদের বাড়ীতে এনে ভূট্রা মারাই করেছে। স্থানীয় কয়েক জন এলাকাবাসী জানায় কয়েক দিন ধরে ৪০ দিনের কর্মসূচীর শ্রমিকরা আব্দুল্লাহ মেম্বারের ভূট্রা  মাড়াই করছে। এ বিষয়ে সাতমেরা ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি প্রতিবেদক কে জানান এখন সময় নাই রাতে ফোন দিয়েন কথা বলবো। রাতে চেয়াম্যান কে কয়েক বার ফোন দিলে ও তিনি ফোন ধরেন নাই।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4786652698785082073

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item