আটোয়ারীতে সরকারীভাবে গম ক্রয় নিয়ে তেলেসমাতী

সাইদুজ্জামান রেজা  পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারী ভাবে গম ক্রয় নিয়ে তেলেসমাতী কান্ড শুরু হয়েছে। গত ৩১ মে উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক তালিকা ভুক্ত কৃষকদের নিকট হতে সরাসরি কেজি প্রতি ২৮ টাকা দরে মোট ১৩শ ৯০ মে. টন গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।
জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় প্রায় ১৯ হাজার কৃষকের তালিকা খাদ্য সংগ্রহ কমিটিতে জমা দেয়া হয়। উপজেলায় মাইকিং করা হয় খাদ্য সংগ্রহ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একজন কৃষক শতক প্রতি ১ কেজি হারে ১ বস্তা থেকে সর্বোচ্চ ৬ বস্তা গম গুদামে দিতে পারবে।  কিন্তু বাস্তবে ঘটছে ভিন্ন ঘটনা। কোন গুদামেই গম ক্রয়ের ক্ষেত্রে কৃষকের দেখা মিলছে না। সব ব্যবসায়ীরা সমস্ত বরাদ্দ ক্রয় করে বিভিন্ন কৃষকের কৃষি কার্ড সহ সংশ্লিষ্ট নাম এবং কাগজপত্র ব্যবহার করে গম ঢুকাচ্ছে। গমের আবাদ না করেও কৃষি কার্ড ব্যবহার করে গম ঢুকাচ্ছে।  এব্যাপারে ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিফ রেজা জানান, ব্রড তালিকা অনুযায়ী কৃষক গম না নিয়ে আসায় এখন সর্ট তালিকা করা হয়েছে এখন একজন কৃষক দেড় টন পর্যন্ত গম দিতে পারবে। সর্ট তালিকা দেখতে চাওয়া হলে তিনি দেখাতে পারেন নাই। সর্ট তালিকা কিভাবে তৈরি করা  জানতে চাইলে তিনি বলেন এব্যাপরে উপজেলা নির্বহিী অফিসার বলতে পারবেন। ব্রড তালিকা ভুক্ত কৃষকরাই সর্ট তালিকা ভুক্ত হচ্ছেন কি না বা ব্রড তালিকায় গম আবাদের জমির পরিমান আর সর্ট তালিকায় আবাদের জমির পরিমান ঠিক আছে কি না তা তিনি বলতে পারেননি। সর্ট তালিকা হওয়ার পর ব্রড তালিকাভুক্ত হতে আর গম নেওয়া হচ্ছেনা। এব্যাপারে উপজেলাা খাদ্য কর্মকর্তা আফতাব হোসেনের সাথে কথা বললে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 41725985338092930

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item